চট্টগ্রাম হালিশহর ফইল্যাতলী বাজার, রাঙ্গুনীয়ার গোচরা বাজার, বোয়ালখালীর জোট পুকুর পাড় ও হাজির হাট বাজার, কর্ণফুলীর ফকিরনীরহাট বাজার, লোহাগাড়ার আমিরাবাদ ও পদুয়া বাজার এবং মীরসরাইর আবু তোরাব কাচাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।
বুধবার (২৩ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, সঠিক মূল্যে পণ্য বিক্রি না করা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ‘ভোক্তা অধিকার আইন, ২০০৯’ এবং ‘কৃষি বিপণন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারায় মোট ৩০টি প্রতিষ্ঠানকে ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
আকবরশাহে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ :
নগরের আকবরশাহ এলাকার কালির ছড়া খাল উদ্ধারে অভিযান করেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। অভিযানে ছোট বড় প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার (২৩ অক্টোবর) সকালে নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোডের সুপারি বাগান ও লেক সিটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের কাট্টলী ভূমি সার্কেলের সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কালিছড়া খালটি সীতাকু- পাহাড় থেকে এসে সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। এ খালের পাশে ঘর-বাড়ি, ডেইরি ফার্ম, রাস্তা, বিশ্ববিদ্যালয়ের সীমানা, ধর্মীয় স্থাপনাসহ নানাকিছু নির্মাণ করা হয়েছে। মানুষ যে এসব জেনে-বুঝে করেছে এমনও না। অভিযানে ছোট বড় বিভিন্ন ধরণের ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে ডেইরি ফার্ম, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা দেয়াল, দোকানসহ বিভিন্ন ধরনের পাকা স্থাপনা। পাহাড়ে অবৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি যারা নিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নেবে। পাহাড়ে পরিবেশ অধিদফতরের অনুমতি না নিয়ে যারা বসবাস করছে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
এনইউ/জই
আকবরশাহে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্রামগঞ্জেও অভিযান
নিজস্ব প্রতিবেদক