রাউজান উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়াকে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। একই সাথে তার মেয়ের জামাই সাংবাদিক প্রণব কান্তি বড়ুয়াকেও আটক করা হয়েছে। মঙ্গলবার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. খায়রুল আলম বলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ের জামাই চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়া ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।
এনইউ/জই