রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামেও মিছিল-সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকালে ষোলশহর স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে তারা এই দাবি জানায়।
সমাবেশে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, স্বৈরাচারের দোসর চুপ্পু এখনও গদিতে বসে আছেন। আমরা এখন আর কোনো আল্টিমেটাম বেঁধে দিতে চাই না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে এ চুপ্পু পদত্যাগ না করে তাহলে আল্টিমেটাম ছাড়া বঙ্গভবন ঘেরাও করা হবে। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ করতে হবে, না হয় আমরা যেকোনো সময় বঙ্গভবন ঘেরাও করব।
স্বৈরাচারের দোসররা এখনও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে। তারা থাকলে আমাদের যে সকল ভাইয়েরা রক্ত দিয়ে গেছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সমন্বয়ক রাফি বলেন, আমরা দেখছি সন্ত্রাসী লীগ এখনও বাংলাদেশের আনাচে-কানাচে মাথাচাড়া দিচ্ছে। তোমরা এখনও হিসেব বুঝোনি। আমরা তোমাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছি। তোমরা গর্ত থেকে বের হলেই তোমাদের ধরা হবে। পালানোর জায়গা পাবে না। যারা এখনও দেশের আনাচে-কানাচে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের জায়গা এ বাংলাদেশের মাটিতে হবে না।
পরে সেখান থেকে একটি মিছিল শুরু হয়ে তা জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
এনইউ/জই