নগরীর চকবাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ নাজিম উদ্দিন (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাজিম ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচারক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, চকবাজার এলাকার একটি বহুতল ভবনের সামনে থেকে নাজিম উদ্দীন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার সাথে থাকা বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এনইউ/জই
চকবাজারে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক