চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।এতে পণ্যের ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী মোট ৩৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করায় ১টি প্রতিষ্ঠানকে ৫০০০ টা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহীদ ইশরাক। সাথে ছাত্র প্রতিনিধিসহ জেলা বিশেষ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এনইউ/জই
রেয়াজুদ্দিন বাজারে বিশেষ টাস্কফোর্সের অভিযান, জরিমান
নিজস্ব প্রতিবেদক