সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবাসিক হোটেল নারীর লাশ, ‘স্বামীকে’ খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বহদ্দারহাটে একটি আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামে এক নারীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘হোটেল গুলজারের’ একটি কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

হোটেলের রেকর্ড বইতে দেখা যায়, ভোলার চরফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুর রহিমের ছেলে ফরহাদের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা ওই হোটেলে উঠেন। তবে ‘স্বামী’ পরিচয় দেয়া সেই তরুণ এখন পলাতক। পুলিশ তাকে খুঁজছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এক নারীর লাশের খবর পেয়ে আমরা হোটেলে গিয়েছি। ধারণা করা হচ্ছে, গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ নামে এক যুবক লিপি আক্তারকে স্ত্রী পরিচয় দিয়ে এই হোটেলে কক্ষ ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কোনো এক সময়ে ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ফরহাদ পালিয়েছে। লাশটি কক্ষের বাথরুমে পাওয়া গেছে। গলায় ওড়না পেঁচানো ছিল এবং পেছনে মুড়িয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।’ তিনি বলেন, ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর