সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মারা গেলেন মা, সোশ্যাল মিডিয়ায় এস আলমকে নিয়ে যত কথা

বিশেষ প্রতিনিধি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। রোববার (২০ অক্টোবর) ভোরে গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেন। একইদিন বিকালে নিজ গ্রামে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত থাকলেও তার কোনো সন্তান উপস্থিত হতে পারেননি। গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা কেউ দেশে নেই। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠার ফলে তারা আসতেও পারছেন না। এমতাবস্থায় মায়ের জানাযায় অনুপস্থিত এবং শেষবারের মত সন্তানরা মায়ের মুখ দেখতে না পারায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এস আলম এবং তার ভাইদের নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন।

জসিম উদ্দিন নামে একজন লিখেছেন- ‘ছেলের অসময়ে মায়ের চলে যাওয়া! মা’র জন্য শিল্পপতি এস আলমের অসম্ভব টানের কথা শুনেছি। মায়ের কথাতেই পটিয়ার মানুষের কর্মসংস্থানে সচেষ্ট থাকতেন ছেলে। সেই মা এমন সময় চলে গেলেন যখন ছেলের সামনে অনেকগুলো অভিযোগ। হয়ত মায়ের মুখখানি শেষবারের মত দেখা হবে না, মায়ের জানাযা কিংবা কবরে মাটি দিতে দাঁড়ানো হবে না, এভাবে একদিন সবাইকে ফিরতে হবে রবের কাছে।’

শাহেদুল ইসলাম নামে একজন লিখেছেন- ‘এই সম্পদ আর ক্ষমতার বাহাদুরির শেষ কোথায়? মা বাবা থেকে বড় সম্পদ এই দুনিয়ায় আছে কি? টাকা আর ক্ষমতাবলে ছয় কে নয় করা এস আলম চাইলেও সব কিছুর বিনিময়েওল মায়ের জানাযায় আসতে পারবেন না। এমন দুর্ভাগা যেন কেউ না হয়, যে শেষ বিদায়ে মাকে মাটি দিতে পারছে না শুধুমাত্র দুনিয়ার জন্য পাগল হওয়ার কারণে।’

রাশেদুল হাসান নামে একজন লিখেছেন, ‘আপনার হাজার হাজার কোটি টাকার কী মূল্য? যদি শেষ যাত্রায় মায়ের কবরে এক মুঠো মাটি দিতে না পারেন, যদি মায়ের লাশবাহী খাটিয়া একটু কাঁধ ছোঁয়াতে না পারেন।’ তিনি লিখেন, আলোচিত শিল্পপতি এস আলমের মা ইন্তেকাল করেছেন। কিন্তু মায়ের জানাজাতে উপস্থিত থাকবেন না এস আলম, তার স্ত্রী ও সন্তানরা। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? কেন এত হাজার হাজার কোটি টাকা লুটপাট! টাকা থাকলেই সব কিছু হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন।’
রায়হান নামে একজন লিখেছেন, ‘জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। অন্তত আমার কাছে এরকম টাকা পয়সার কোনো মূল্য নেই। দুঃখিনী মায়ের গর্বিত সন্তানরা আজ দেশে নেই। টাকাই যাদের শেষ সম্বল।’

নাইমুল হাসান নামে একজন লিখেছেন, ‘মায়ের চেয়ে টাকার মূল্য কি বেশি? এস আলম এর মাসুদ ওনার মা’কে অনেক ভালোবাসেন। পরিচিত অনেক মানুষজন ওনার মায়ের সান্নিধ্যে গিয়ে চাকরি নিয়েছেন। কারণ যেখানে মা খুশি, সেখানে মাসুদ সাহেবের দ্বিমত নেই। আজকে ওনার মা মারা গিয়েছেন। আমি জানি মাসুদ সাহেব দেশে আসবেন না, মায়ের মুখটা শেষবারের মত দেখতে পারবেন না। এর পেছনে অর্থ। সত্যি, অর্থই অনর্থের মূল।

তবে অনেকে তাদের পোস্টে এস আলমের মাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। কাউসার কামাল নামে একজন লিখেছেন, ‘জন্মদাত্রী ও জন্মদাতার কোনো দোষ থাকে না। পরপারে ভালো থাকুন মা।’
আবু হাশেম নামে একজন জানাযার ছবি পোস্ট করে নিচে ক্যাপশন লেখেন, ‘রক্তের কয়েকজন সন্তান জানাযায় নেই তো কী হয়েছে, আত্মার সম্পর্কের হাজার হাজার সন্তান আজ জানাযায় উপস্থিত।’

মোস্তাক আহনাফ নামে একজন লিখেছেন, ‘মা আপনি পরপারে ভালো থাকুন। আপনি হাজার হাজার যুবকের কর্মের ব্যবস্থা করেছেন। আপনার জন্য হাজার হাজার মা আজ জায়নামাজে বসে দোয়া করছেন।’

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর