শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার  অভিযোগে চট্টগ্রামে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন নগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী প্রকাশ ওরফে কিং আলী এবং পাঁচলাইশ থানার বিএনপির গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিন।

চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবিতে গ্রেপ্তার হন মামুন আলী। এছাড়া ১১ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামী এলাকায় মো. ইমন খুনের ঘটনায় হাফিজ উদ্দিনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর