শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন মনসুর মার্কেটের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিপন (২৮) এবং মোঃ শাকিল (১৯)। সে সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর