রবিবার, ১৫ জুন ২০২৫

অনিয়ম-কারসাজিতে ভরা নিত্যপণ্যের বাজার, চলছে নিয়মিত তদারক

প্রেস বিজ্ঞপ্তি

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধরা পড়ছে নানা অনিয়ম, দামের কারসাজি।

এসময় মেসার্স বিনথী ট্রেডার্স নামের একটি কাঁচা মালের আড়তে মজুদকৃত পণ্যের মজুদ বই, ক্রয়মূল্য, বিক্রয়মূল্যের রশিদ ও মূল্যতালিকা সংরক্ষণ না করায় মোঃ ইকবালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০০/- টাকা এবং খুচরা দোকানে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় একই আইনে মোঃ পলাশকে ২০০০/- টাকা, মোট দুটি মামলায় ২২,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বাজার কমিটির নেতৃবৃন্দ, আড়তদার, পাইকারী ও খুচরা দোকানীদের নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী। সহযোগিতা করেন পাহাড়তলী থানার পুলিশ সদস্যবৃন্দ।

জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর