রবিবার, ১৫ জুন ২০২৫

নতুন ভিসি নিয়োগের দাবি

সিভাসু কমপ্লিট শাটডাউন

নিজস্ব প্রতিবেদক

নতুন ভিসি নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কমচারীদের করতালি আর স্লোগানে মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, নতুন ভিসি নিয়োগ দিতে হবে সিভাসু থেকেই। দুপুরে ক্যাম্পাস থেকে বের হয় মিছিলও। সেটি কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

জানা যায়, ভিসি নিয়োগের এক দফা দাবিতে গত ১ অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ (১৪ অক্টোবর)  তাদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যোগ দেয়ায় আন্দোলন রূপ নেয় কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। বন্ধ হয় সবধরনের কার্যক্রম।

শিক্ষার্থীরা জানান, আগের সিন্ডিকেট ভাঙতে হলে বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগে দিতে হবে। বহিরাগত ভিসি নিয়োগ মানবেন না তারা।

শিক্ষকরা জানান, আমরা আামাদের ভিসি চাই। অন্য বিশ্ববিদ্যালয় থেকে ভিসি আসলে আমাদের সমস্যা বুঝবেন না। আমরাই আমাদের ভিসি বাচাই করব।

কর্মকর্তা কর্মচারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি।

এ বিষয়ে শিক্ষকরা বলেন, ‘আন্তর্জাতিক মানের এ বিশ্ববিদ্যালয় বাহিরের ভিসিরা আসবেন নিজের স্বার্থ উদ্ধারে। গতি আনতে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক।’

বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির ৫ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর