আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ইমন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে শান্তিনগর কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত ইমন (২৮) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারের জেরে বার্মা কলোনির সবুজ ও আওয়ামী লীগ নেতা ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের একপর্যায়ে সবুজ গ্রুপের ইমনকে আটকে রেখে মারধর করে ইলিয়াছ গ্রুপ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসা প্রদানের পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ভাই কাউছার আলম (বাপ্পী) জানান, ‘ইমন কোন রাজনীতি করেন না। সে রুবি গেট এলাকায় একটা কারখানায় চাকরি করে।’
এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘লাশ এখনো মর্গে আছে। পরবর্তী কাজ সেরে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এনইউ/জই