চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। তারাই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে। বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে।
তিনি শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠে সনাতনী কল্যাণ পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।
সনাতনী কল্যাণ পরিষদের সভাপতি নিত্য গোপাল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিৎ সিং এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, মহানগর বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক এ কে খান, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম। উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপি নেতা এস এম সেলিম, নাজমুল হক নাজু, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, সনাতনী কল্যাণ পরিষদ নেতা প্রিয়তোষ বৌদ্ধ, ডা. এস কে সরকার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল সওদাগর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. সানি, জসিম উদ্দিন, মো. অপু, মো. জয়, মো. সাদ, মো. সাঈদ, জাহাঙ্গির আলম প্রমুখ।
এনইউ/জই