চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নে একটি মাদ্রাসায় বিষমিশ্রিত পানি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পূর্ব চেচুরিয়া খদুল্যাপাড়া অদুদিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার পরিচালক সাআদ আরাফাত জানান, মাদ্রাসার ছাত্ররা ভুলবশত বিষের বোতল মাদ্রাসার পানির ড্রামে ঢেলে দেয়। সে পানি খেয়ে ছাত্ররা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
বিষমিশ্রিত পানি খাওয়া মোঃ মুনতাকিম (৮), মো. হোছন (১২), তাহরীব হোসেন (১০), শাহেদুল ইসলাম (১১), মেহেরাজ (১২), সাইদুল ইসলাম (১২), আবদুল্লাহ আল মামুন (১৩), আয়াত হোসেন (৯) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, হাসপাতালে উপস্থিত হয়ে বিষমিশ্রিত পানি খাওয়া ছাত্রদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। এ সময় অভিভাবকদের সাথে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, ইউপি সদস্য আবদুল আলীম উপস্থিত ছিল।
এনইউ/জই