এডহক কমিটি ঘোষণার এক দফা দাবিতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়। তবে আগামী সোমবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, গত কমিটির অনেকে পদত্যাগ করেছেন এবং অনেকে দায়িত্বরত থাকলেও আসছেন না। আমাদের এই আন্দোলন ৫ তারিখ থেকে চলছে। এখনো চলমান। আজকে আমরা কর্মবিরতি পালন করেছি। সোমবারের মধ্যে যদি জেলা প্রশাসক এসে দায়িত্ব বুঝে না নেন বা এডহক কমিটি না দেন তাহলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করব।
এনইউ/জই