রবিবার, ১৫ জুন ২০২৫

হাটহাজারীতে মাদ্রাসা অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে নাঙ্গলমোড়া সামশুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারির (৫৮) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নস্থ সরকার বাজারে এ হামলার ঘটনা ঘটে।

ভিকটিম ছালেহ আহমদ আনসারির ছেলে নাইমুদ্দিন রিজোয়ান জানান, শুক্রবার জুমার নামাজ পড়িয়ে আমার বাবা ও বড় ভাই এডভোকেট মহিউদ্দিন রিফাত বাড়ি ফিরছিলেন। তারা সরকারহাট বাজারে পৌঁছলে ১০-১২ জনের একটি গ্রুপ লাটিসোটা ও লোহার রড নিয়ে তাদের বহনকারী সিএনজি টেক্সির গতিরোধ করে এবং গাড়ি থেকে নামিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে।

পরে তারা বাবা ও ভাইকে জোর করে নাঙ্গলমোড়াস্থ ইব্রাহিম মার্কেটে নিয়ে যায়। সেখানে বাবার সাথে থাকা ওমরা হাজ্বীদের প্রায় দশ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা একটি কাগজে বাবা ও ভাইয়ের সাক্ষর নেয় এবং এ ঘটনার ব্যাপারে আইনের আশ্রয় নিলে মেরে ফেলার হুমকি দেয়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আমার বাবাকে উদ্ধার করে সরকার বাজারের একটি প্রাইভেট হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বাবার গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ১২নং ওয়ার্ডের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। তবে শুনেছি মাদ্রাসার এডহক কমিটি নিয়ে একটি সমস্যা হয়েছে। বিষয়টি শান্তিপূর্ণভাবে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে। আর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে অধ্যক্ষ ছালেহ আহমদকে মোবাইল ফোনে বিএনপি নেতা সালাউদ্দিন আলীর হুমকি প্রদানের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর