রবিবার, ১৫ জুন ২০২৫

পূজামণ্ডপের ঘটনায় বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেএম সেন হলে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। পূজামণ্ডপে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্খিত এবং নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আমাদের প্রত্যেককে একে অপরের ব্যক্তিগত ও ধর্মীয় আচরণ এবং যার যার স্বতন্ত্র আচার উৎসবের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া উচিত। এক্ষেত্রে কোনোভাবেই জোরজবরদস্তি কিংবা চাপিয়ে দেয়ার মতো কিছু যেন করা না হয়।

নেতৃবৃন্দ বলেন, জেএম সেন হলে যা ঘটেছে, তার জন্য কার দায় কতটুকু, এর পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। তবে এটুকু নি:সন্দেহে বলা যায়, যারা মঞ্চে উঠে গান করেছেন, তারা সুবিবেচকের পরিচয় দেননি। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামান্তর। কিন্তু মণ্ডপে আগতরা সর্বোচ্চ ধৈর্য্য ও সংযম প্রদর্শন করেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,  বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। ভবিষ্যতে এধরনের যে কোনো কর্মকাণ্ড রুখে দিতে  প্রশাসন ও জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এনইউ/জই

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর