রবিবার, ১৫ জুন ২০২৫

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ল যুবক

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কেরানীহাট রেলক্রসিং এলাকায় কক্সবাজারগামী স্পেশাল ট্রেনের নীচে ওই যুবক কাটা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল-৯ ট্রেনের নিচে শুক্রবার সকাল ৯টায় কাটা পড়ে ওই যুবক। এতে তার যুবকের শরীর থেকে দু’হাত ও দুই পা আলাদা হয়ে রেললাইনের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘাড় থেকে মাথাও আলাদা হয়ে গেছে।

স্থানীয়দের ধারণা- নিহত যুবক রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক হবে। ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলছে। সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল দেখছিল। এ সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। ঘটনার কয়েকঘণ্টা পর খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) পাঠানো হয়েছ।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর খান বলেন, শুক্রবার সকালে রেললাইনে কাটা পড়া অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর