রবিবার, ১৫ জুন ২০২৫

মামার বাড়িতে যেতে বারণ, যুবকের আত্মহত্যা

বোয়ালখালী প্রতিনিধি

মামার বাড়িতে যেতে বাধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে অভি দে (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়।

তাঁর কাকাতো ভাই বাবলু দে বলেন, পূজোর অনুষ্ঠানে তার মামার বাড়ি বেড়াতে যেতে চেয়েছিল। এতে তার মা আঁখি দে বাঁধা দিলে মা ছেলের ঝগড়া লেগে যায়। কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় অভিমান করে আত্মহত্যা করে।

সে খরণদ্বীপ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মানসিক সমস্যার কারণে লেখাপড়া বেশিদূর করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, মৃত অবস্থায় অভি দে নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভি দে নামের এক যুবক আত্মহত্যা করেছে। তার লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর