রবিবার, ১৫ জুন ২০২৫

দ্রুত রেজিস্ট্রেশনের নির্দেশ

বন্দরে সাইফ পাওয়ারের অবৈধ গাড়ি, ৩ লাখ টাকা জরিমানা

প্রেসরিলিজ

চট্টগ্রাম বন্দরে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ গাড়ি চলাচল রোধকল্পে জেলা প্রশাসন ও বিআরটিএ এর একটি বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের ১০টি কনটেইনার বহনকারী ট্রেইলারকে (লং ভেহিক্যাল) রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে সব গাড়িকে রেজিস্ট্রেশনের আওতায় আনার নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার ৮ অক্টোবর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহমুদ হাসান। সড়ক নিরাপত্তা সংক্রান্ত যৌথ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর। অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টমেট্রো- ২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা উপস্থিত ছিলেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর