চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. হাফিজুল ইসলামের মাতা ও সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৭৮) ৭ অক্টোবর (সোমবার) সকালে ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যা রেখে যান।তাঁর ছোট ছেলে ডা.আরিফুল ইসলাম কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সহকারী অধ্যাপক।
৭ অক্টোবর বাদ আছর জানাজা শেষে তাঁকে নগরীর শেখ মুজিব রোডস্থ মৌলভী ফকির শাহ মাজার সংলগ্ন কবরস্হানে দাফন করা হয়।
এনইউ/জই