চট্টগ্রাম মহানগরীর ২নং গেট এলাকায় গানের তালে তালে মোঃ শাহাদাত হোসেন নামে এক যুবককে মারধরের পর হত্যার ঘটনায় মেহেদী হাসান সাগর (২৮) ও মোঃ শান্ত (২৮) নামে আরো দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৭ অক্টোবর) র্যাব-৭ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ডোবারপাড় থেকে সাগরকে এবং জামতলা এলাকা থেকে শান্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মেহেদী হাসান সাগর খুলশী থানাধীন এমএস দুলালের ছেলে এবং মোঃ শান্ত খুলশী থানাধীন জামতলার নুর ইসলামে ছেলে।
র্যাব আরো জানায়, গত ১৩ আগস্ট আসামি মেহেদী হাসান সাগর ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে অপহরণ করে তার স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করার কথা স্বীকার করেছে। এছাড়াও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপর আসামি মোঃ শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে।