ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ফটিকছড়ি পৌরসভা ৭নং ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামাল কোরআন গেটের সামনের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মো: সিয়াম, মো: ইয়াসিন ও নেওয়াজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হলেও ৯ম শ্রেণির শিক্ষার্থী মো: বাবু ও মো: রিয়াজ (১৬) কে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তন্মধ্যে একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ২ জন স্কুল শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে একসাথে যাওয়ার পথে এবং অন্যরা রাস্তার পাশ দিয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় পিকআপটি এক্সেল ভেঙ্গে ও চাকা ফেটে তাদের উপরে গিয়ে পড়ে। এতে ৫ জন কেউ হাতে কেউ পায়ে এবং শরীরের বিভিন্নস্থানে তাদের আঘাতপ্রাপ্ত হন।