সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

লুট পাটে এবার নজর গরুর খামারে, দুর্বৃত্তদের পরণে আনসারের ড্রেস

কর্ণফুলীতে ডেইরি ফার্ম ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

এবার লুট পাটে নজর গরুর খামারে!গত দুই দিন পৃথক ঘটনায় বোয়ালখালী ও কর্ণফুলিতে দুটি গরুর খামারে হামলা,অস্ত্রের মুখে লুট পাট চলেছে।দুর্বৃত্তরা আসে আনসারের ড্রেস পড়ে।

আমাদের বোয়ালখালী প্রতিনিধি জানান বোয়ালখালীতে অস্ত্রের মুখে গরুর খামার থেকে গরু লুট করে নিয়েছে গেছে একদল ডাকাত।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড হাজী আবুল বশরের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

খামারের মালিক আবু নাঈম মুহাম্মদ ইছা বলেন, গতরাত তিনটার দিকে একটি মাইক্রো বাসসহ কয়েকটি পিকআপ গাড়ি নিয়ে ২০-২৫ জনের একটি ডাকাতের দল এসেছিল বাড়িতে। এসে খামারে থাকা লোকজনকে আটক করে বেঁধে রাখে এবং মারধর করে।

এরপর খামার ভেঙে একটি ব্রাহমা জাতের ও একটি অষ্ট্রেলিয়ান জাতের গরু গাড়িতে তুলে নেন। পরে খবর পেয়ে অন্য একটি খামার থেকে লোকজন এলে তারা গরু নিয়ে পালিয়ে যায়।

এদের মধ্যে কয়েকজনকে আনসারের ড্রেসে দেখা যায়। তারা সবাই অস্ত্রধারী ছিলো। খামারে থাকা প্রায় ৭০ হাজার টাকাও নিয়ে যায় তারা। সব মিলে প্রায় আট লাখ টাকা লুট হয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ করা কথা রয়েছে।

এদিকে, আমাদের কর্ণফুলী প্রতিনিধি জানান,উপজেলায় রাতের আঁধারে একটি ডেইরি ফার্মে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। বাধা দেওয়ায় কর্মচারী ও ফার্মের মালিককে বেধড়ক মারধর করার অভিযোগও রয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা (৭ নম্বর ওয়ার্ড) ফকিরা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (০১ অক্টোবর) কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ফার্মের মালিক মো. ইছা (৪২)। যার জিডি নং -২৪। তিনি ওই এলাকার মো. ইউসুফের ছেলে।

জিডি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মো. ইছার মালিকানাধীন ডেইরি ফার্মে ভাঙচুর চালিয়েছে একই এলাকার ১৫-২০ জনের একটি দল দুর্বৃত্ত। ভাঙচুর কেন, জানতে চাইলে ওই ফার্মের কর্মচারী মো. আজমীর (২০) কে বেধড়ক মারধর করে এবং ভাঙচুর চালাতে বারণ করায় ইছাকে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ডেইরি ফার্ম ভাঙচুরের অভিযোগ এনে ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরইউ/ এফএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর