চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রচুর দেশীয় অস্ত্র।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে প্রায় এক ঘণ্টা ধরে অভিযানটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে রামদা ১৭টি, লাঠি, স্ট্যাম্প, রড, লোহার পাইপ ইত্যাদি।
প্রক্টর বলেন, আমরা অভিযান চালিয়ে রামদা, পাইপ, রডসহ আরো কিছু দেশীয় অস্ত্র পেয়েছি।একে একে বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযান চলবে।
এদিকে,প্রশাসনের অনুমতি ব্যতিরেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “মাননীয় উপাচার্য মহোদয়ের আদেশক্রমে” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/ আরইউ