চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন ৭ বোর্ড সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয় প্রশাসন শাখা-৬ এর যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রগ্গাপনে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন ইন্জিনিয়ার মানজারে খোরশেদ আলম,এ এসএম জাইদুল করিম,হাজী মোহাম্মদ নজরুল ইসলাম,স্হপতি সৈয়দা জারিনা হোসাইন,স্হপতি ফারুক আহম্মেদ,মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, ও সৈয়দ কুদরত আলী।
প্রগ্গাপনে বলা হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৫(১)(ড) ও ৫ (২)অনুযায়ী এ বোর্ড সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এফএ/ আরইউ