শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

এরাউন্ড দ্য ওয়ার্ল্ড থিমড বুফে নাইট’স রেডিসন ব্লু চট্টগ্রামে

Around The World থিমড বুফেট নাইট’স চলছে রেডিসন ব্লু চট্টগ্রাম এ।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চলছে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র বিশেষ আয়োজন, এবং থাকছে চাইনীজ, ভারতীয়, মেক্সিকান, ভূমধ্যসাগরীয় এবং ইতালীয় খাবারের অনন্য স্বাদ নিয়ে Around The World থিমড বুফে নাইট’স। এই বিশেষ বুফে ডিনার উৎসব টি উপভোগ করতে পারবেন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ২০২৪, তৃতীয় তলায় অবস্থিত সিগনেচার রেস্টুরেন্ট Xchange-এ প্রতিদিন সন্ধ্যা ০৬ঃ৩০ থেকে রাত ১০ঃ৩০ পর্যন্ত।

এই স্পেশাল বুফে ডিনার এর আয়োজন টি উদ্বোধন করেন র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (রিটায়ার্ড) আবু সাইদ মুহাম্মাদ আলী এবং বলেন “‘পর্যটন শান্তির সোপান’। এই বিশ্ব পর্যটন দিবসে, নিরাপদ ও শান্তিপূর্ণ পর্যটনের মাধ্যমে টেকসই উন্নয়ন, সংস্কৃতি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। ”

এই বিশেষ বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি জন ৪৯৫০ টাকা। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা ১টি কিনলে ১টি ফ্রি অফারের সুবিধা নিতে পারবেন। এটি ভোজনবিলাসী দের জন্য একটি দারুণ সুযোগ, যেখানে তারা এক ছাদের নিচে বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন।

এছাড়া, রেডিসন ব্লু আন্তর্জাতিক কফি সপ্তাহ উদযাপন করতে যাছে, যেখানে অতিথিরা তিন ধরনের হট কফি এবং দুই ধরনের আইস কফি নির্দিষ্ট মিলে উপভোগ করতে পারবেন। এই কফি সপ্তাহে চলবে ১ম অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

প্রেস রিলিজ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর