ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে রেডিসন ব্লু আয়োজন করেছে ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত “থিমড্ বুফে”। আজ বিকেলে এ বিশেষ বুফে আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
এতে থাকছে ম্যাক্সিকান, ইন্ডিয়ান, চায়নিজ, ম্যডিটারিয়ান ও ইটালিয়ান মুখরোচক খাবারের সমাহার।
লেভেল থ্রিতে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এ বিশেষ বুফের স্বাদ নেয়া যাবে।
প্রেস রিলিজ