সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শহর ও গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছেন যৌথবাহিনীর সদস্যরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিল ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
এর আগে গতরাত ৪টার দিকে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার পৈতৃক বাড়িতেও অভিযান চালান বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে যৌথবাহিনীকে খুলশী থানা পুলিশের দল সহযোগিতা করেছে। কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
রাউজানের স্থানীয় ও অন্যান্য সূত্র জানায় ‘মঙ্গলবার দিবাগত ভোররাতে হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ফজলে করিমের বাড়িতে আসেন। এরপর তারা ওই বাড়িতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে চলে যান। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।তবে দায়িত্বশীল কারো কাছ থেকে এটা জানা যায়নি।
অবশ্য রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা এ বিষয়ে কিছুই অবগত নন বলে জানান।
গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।
তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
এমএ/ জই