রবিবার, ১৫ জুন ২০২৫

শাহ আমানত সেতু এলাকায় পাগলা ট্রাকের তান্ডব, ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

শাহ আমানত সেতু এলাকায় পাগলা ট্রাকের তান্ডবে (নিয়ন্ত্রণ হারা ইট বোঝাই ট্রাক) পথচারীসহ অজ্ঞাত ২ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। এ ট্রাকের ধাক্কায় পাশে থাকা আরও একটি মাছ বোঝাই ট্রাকও উল্টো যায়। নিহত ব্যক্তির নাম বিকাশ (২৪)। অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে। আনুমানিক আরো ১৫ জন আহত হয়েছে বলে তিনি জানান।এ সময় এক ভয়াবহ পরিস্হিতির সৃস্টি হয়।

পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।এ দুর্ঘটনায হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বাকিদেরকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর