চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম , চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব সাদিউর রহিম জাদিদ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ পূজা উদযাপনের বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে আযান ও নামাজের সময়ে পুজামন্ডপে বাদ্যযন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে জানানো হয়, পূজামন্ডপে প্রতিমা নির্মাণ এর স্থানগুলোতে পূর্ব হতেই নজরদারনি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়াও পূজামন্ডপ সমূহে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, পূজামন্ডপে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত করার ব্যবস্থা,পূজামণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পূজামণ্ডপে অগ্নিকান্ডসহ অন্যান্য যে কোন দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও সুপেয় খাবার পানি সরবরাহ, যানজট নিরসন ও প্রতিমা বিসর্জনকালীন লাইটিং এর ব্যবস্থাকরণ, দুর্গাপূজায় বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ,গুজব ও অপ্রপচার রোধে সর্তক থাকার জন্য অনুরোধ করা হয়।
প্রতিমা নির্মাণের স্থানে পূর্ব হতেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করা হয়, প্রতিমা বিসর্জনের স্থান আগে থেকেই নির্ধারিত করে সেই স্থানে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অবহিত করা হয়।এছাড়াও পারকী বীচকে ঘিরে আলাদা ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করণে সেনাবাহিনী তাদের টহল জারি রাখবে বলে ২৪ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ফায়িজ নিশ্চিত করেন।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় পূজা মন্ডপের আশেপাশে কোন জুয়ার আসর অথবা যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন, আজান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ রাখতে পূজা কমিটির সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় রাত সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে তৎপর হতে অনুরোধ জানান।
সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শারদীয় দুর্গোৎসব সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ করে জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্য সমাপ্ত করেন।
প্রেস রিলিজ