আজ ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণশুনানীতে প্রায় ৩০ জন সেবা-গ্রহীতে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন।
গনশুনানীতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন ডিসি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যা সমাধানে নির্দেশনা দেন। এসময় জনগণ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, জনমনে নিরাপত্তাসহ নানান বিধ সমস্যা নিয়ে জেলা প্রশাসকের শরণাপন্ন হন।
গণশুনানীতে গ্রাহকদের অভিযোগ ও বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন ডিসি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সমস্যা সমাধানে নির্দেশনা দেন।
সর্বস্তরের জনগণের কাঙ্খিত সেবা প্রাপ্তি নিশ্চিতে জেলা প্রশাসনের এরূপ গণশুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এসময় আরও উপস্থিত জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
এমএ/ জই