সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

চাকা পাংচার হয়েছে ভেবে গাড়ি থেকে নামতেই এল ডাকাত

দা-কিরিচ দিয়ে এলোপাতাড়ি হামলা, ব্যবসায়ী গুরুতর আহত

মীরসরাই প্রতিনিধি

বিজিএমইএ’র সাবেক পরিচালক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি, ম্যাগী এন্ড লিজ কর্পোরেশনের চেয়ারম্যান, ফোরাম চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক, এনামুল আজিজ চৌধুরী লিটন সোমবার রাতে নিজস্ব মাইক্রোবাসে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে, রাত দেড় টায় ঢাকা -চট্টগ্রাম হাই ওয়ের,মিরসরাই এলাকায় ডাকাতের কবলে পড়ে মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বড়তাকিয়া বাজারের মাঝামাঝি এলাকার উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তাঁর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ডাকাতরা মাইক্রোবাস নং ঢাকা মেট্রো (ছ ১৫-৪৪১৮) গতিরোধ করে এনামুল আজিজ চৌধুরী এবং চালক মো. হালিমকে রামদা, কিরিছ ও লোহার রোড বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে মালামাল নিয়ে যায়।

জানা গেছে, গাড়ি চলন্ত অবস্থায় চাকা পাংচার হয়েছে এমন একটি আওয়াজ শুনতে পেয়ে আজবজ ও চালক গাড়ি থেকে নামেন। এ সময় ডাকাতদল এসে চালককে ঘিরে এলোপাতাড়ি মারতে থাকে।

প্রাণ বাঁচাতে আজিজ দৌড় দিলে তাঁকে ধাওয়া করে ধরে হামলা করে এবং আইফোন ছিনিয়ে নেয়। এছাড়া গাড়িতে থাকা আরো একটি সামসাং ফোন, নগদ টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

ঘটনার ব্যাপারে মীরসরাই থানায় এজাহার দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে মীরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় জানান, এ ধরনের ঘটনা নিয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর