চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. ইয়াহইয়া আকতার,রাষ্ট্রবিগ্গান বিভাগ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রদান করা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম প্রগ্গাপনে স্বাক্ষর করেন।
নব নিযুক্ত উপাচার্য ড. ইয়াহইয়া আখতার চাটগাঁর চোখকে বলেন ” প্রজ্ঞাপন পেয়েছি, কাল যোগদান করব।
এর আগে, গত ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে মুখে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী। এরপর থেকে ১ মাসেরও অধিককাল প্রশাসনহীন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সর্বশেষ গতকাল শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে।
এমএ/ জই