সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

শেখ হাসিনাসহ তিন সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

নিজস্ব প্রতিবেদক

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোড এলাকার মোঃ একরামুল করিম (৭০) নামের এক ব্যক্তি।

বাদীর আইনজীবী এড. কফিল উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন এবং অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার করার অভিযোগে বাদী মামলাটি দায়ের করেছেন।

আদালত সন্তুষ্ট হয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর