বুধবার, ১৮ জুন ২০২৫

মইনুদ্দিন খান বাদলের কবরে ভাংচুর, অগ্নিসংযোগ

বোয়ালখালী প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।তাঁর স্ত্রী সেলিনা খান তিনি থানায় অভিযোগ করেছেন।

২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান। সারোয়াতলীর বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়। ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আজ মঙ্গলবার তাঁর কবরস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বলে বাদলের স্ত্রী সেলিনা খান অভিযোগ করেন সেলিনা খান আরও বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বাদল কখনো কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না। তাঁর কোনো বদনাম নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।’

ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর