সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

পাহাড় কেটে দেয়াল নির্মাণ, একজনকে জরিমানা

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকালে চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন রুপনগরে কালীর ছড়া সংলগ্ন এলাকায় পাহাড় কেটে দেয়াল নির্মাণের দায়ে ১ জনকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোঃ ইয়াছিন নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড় কেটে ইটের সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে জানান, মঈন প্রকাশ লাল মহিউদ্দিন নামক জনৈক ব্যক্তির নির্দেশে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজটি করেছেন।

আসামীর অপরাধ আমলে গ্রহন করে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মোবাইল কোর্টে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে, পাহাড় কর্তনের নির্দেশদাতা মঈন পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।

নির্মীয়মান ইটের দেয়াল পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।

জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস রিলিজ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর