সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

সিভাসু ভিসির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে একটি ই-মেইল পাঠান। এতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ১৫ সেপ্টেম্বর অপরাহ্নে উপাচার্য পদ হতে তিনি পদত্যাগ করেছেন।

অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসানের বিরুদ্ধে নিয়ম ভেঙে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও অনুগত কর্মকর্তাদের পদোন্নতি এবং টেন্ডার নিয়ন্ত্রণ করাসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর