সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

আন্দোলন প্রত্যাহার করে সেবায় ফিরেছেন চিকিৎসকরা

কক্সবাজার প্রতিনিধি

আন্দোলন প্রত্যাহার করে চিকিৎসা সেবায় ফিরেছেন কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা। এক চিকিৎসককে মারধরের প্রতিবাদে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার অপরাধীদের গ্রেপ্তার ও ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারী চিকিৎসকরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলন প্রত্যাহারের পর বিকেল তিনটা থেকে আগের মতো রোগী সেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ তারেক।

তিনি বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমও এবং মেডিকেল অফিসারসহ সবার সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বৈঠক হয়। দীর্ঘ আলোচনা শেষে চিকিৎসক সজীব কাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলে আমরা পাঁচ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছি।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞো বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুপুরে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো শোনেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চিকিৎসককে মারধরের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। পুরো ঘটনাটি শুনেছি। আমরা সরকারের উচ্চপর্যায়ে কথা বলে ডাক্তারদের চাহিদা পূরণ হয় এমন পদক্ষেপ নেব।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঘটনাটি আমি যোগদানের পর হয়েছে। আমরা মামলার জন্য অপেক্ষা করিনি। হামলাকারী দুজনকে আটক করেছি। বাকিদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, সোমবার (৯ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিম নামে এক রোগী। রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে দাবি করে সিসিইউতে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীব কাজীকে মারতে মারতে চারতলা থেকে নিচে নামিয়ে আনেন।

চিকিৎসকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে রাত একটা থেকেই জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর