শেখ হাসিনার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে চট্টগ্রামে। এ মামলাটি করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে হত্যার হুমকি ও হত্যার প্ররোচনার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করলে ৩০ দিনের মধ্যে ঘটনার তদন্ত পূর্ব প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেয় আদালত। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী রেজাউল ইসলাম জানান, ২০২২ সালে একটি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমনন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে দেওয়ার জন্য বলে। যা বাদীর কাছে মনে হয়েছে হত্যার হুমকি এবং হত্যার প্ররোচণা দেওয়া।
এক সময় দেশের অবস্থা ভালো ছিলনা। তাই মামলা করার করার পরিস্থিতিও ছিলনা। এখন দেশের পরিবেশ ভালো হওয়ায় বাদী মনে করেছে এই ঘটনার সুষ্ঠ বিচার করা দরকার।
বাদী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসাবে এই ঘটনায় মামলা দায়ের করেছেন। আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা দিয়ে মামলা তদন্ত করার নির্দেশনাও দেন আদালত।
মামলার বাদী সৌরভ বলেন এতদিন মামলার করার পরিবেশ ছিলনা। আমার নেত্রীকে হত্যার হুমকির বিচার চেয়ে মামলা করেছি।
এমএ/ জই