সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ড.ইয়াহইয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত

চবি প্রতিনিধি

প্রফেসর ড.মুহাম্মদ ইয়াহইয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন এবং কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অফ সিডনি’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার লেখা গ্রন্থের মধ্যে অভিনব সরকার,ব্যতিক্রমি নির্বাচন,তাবলীগ জামায়াত,নির্বাচন কমিশনের আমলনামা,সারকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি স্বরুপ ও… উল্লেখযোগ্য।

দেশের শীর্ষ পত্র পত্রিকায় বিভিন্ন সময়ে দূর্নীতি, সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের স্বপক্ষে তাঁর লেখা প্রশংসিত হয়েছে।

যুক্তরাজ্য থেকে প্রকাশিত Electoral Corruption in Bangladesh (Ashgate: 2001) শীর্ষক গ্রন্থটি বহুল সমাদৃত।

সততা, মেধা, যোগ্যতা এবং বিচক্ষণতা দিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষার্থী, তাঁর সহকর্মী ও শুভার্থীগন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর