সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

গৌতম বুদ্ধ আবারও সিভাসুর ভিসি নিযুক্ত

চাটগাঁর চোখ ডেস্ক

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। তিনি অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড অ্যানিম্যাল নিউট্রেশন বিভাগের অধ্যাপক ছিলেন।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, তার নিয়োগের মেয়ার যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

ইতোপূর্বেও তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর