সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রসূতিসহ দুই নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতিসহ দুই নারী মারা গেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অপর জনের নাম শান্তা সূত্রধর। (২০)। দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন।

শান্তা সূত্রধর গত সোমবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ছিলেন শারিরীক জটিলতায়ও।তাকে নিয়ে ছিল দুশ্চিন্তাও।

সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দিলেও ডেঙ্গুর ছোবল থেকে রক্ষা পেলেন না শান্তা।সোমবার মেয়ের মুখ দেখে ওদিন বিকলেই চিরবিদায় নেন শান্তা। শান্তার স্বামীর নাম সাগর দাশ। লাভলেইনে তাদের বাসা। এখন আসা যাওয়ার পথের ধারেই বিষন্ন সাগর ও তার সন্তান।

একই দিনে শাকিলা নামের চকরিয়ার এক নারীও মারা যান ডেঙ্গুতে।তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪ দিন ধরে।তার স্বামীর নাম সাইফুল।

এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মারা গেছে ৯ জন।এর মধ্যে চলতি সেপ্টেম্বরে মারা গেছেন ৪ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন রোগী।

তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।

ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর