চলতে চলতে চাঁদের গাড়ি হঠাৎ ঝাঁপ দিল নদীতে। বোয়ালখালী থেকে যাত্রী নিয়ে গাড়িটি কালুরঘাট সেতুতে উঠে রেলিং ভেঙ্গে নদীতে পরে যায়। নৌ পুলিশ জানায়, শনিবার রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে যাত্রী নিয়ে শহরমুখি চাঁদের গাড়ি (জিপ) কালুরঘাট সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে কর্ণফুলী নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালায়। ঘটনাস্থলে যায় নৌ-পুলিশের সদস্যরাও।
বোয়ালখালী ফায়ার সার্ভিস সূত্র জানায় কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগরে যাওয়ার সময় একটি চাঁদের গাড়ি ডান পাশের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। গাড়িটি পানির স্রোতে ভেসে গেছে। এটিও উদ্ধারের চেষ্টা চলছে।
কালুরঘাট সেতুর সংস্কার কাজ এখনো শেষ হয়নি।তার আগেই ৬ আগস্ট থেকে গাড়ি চলাচল শুরু হয়ে যায়।এর মধ্যে নিয়ম না মানার প্রতিযোগিতা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।সেতুর উপরই প্রায়শই সৃস্টি হয় যানজট।
এমএ/ জই