বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সীতাকুন্ডে শীপইয়ার্ডে বিস্ফোরন, ১২ জন দগ্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের কাশেম জুট মিলস এলাকায় এস এন করপোরেশন নামের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে। সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত ১২ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

এস এন করপোরেশন নামের ওই শিপইয়ার্ডের ম্যানেজার বলেন আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ণ্ত্রণে আনে।

এমএ/ অমি

সর্বশেষ

এই বিভাগের আরও খবর