সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ওয়াসার অনিয়ম তদন্তের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওয়াতাভূক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর (শনিবার) তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

গত কয়েকদিন ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন বিভিন্ন সংগঠনের ব্যানারে।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর