বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

এসআলম গাড়ি কান্ডে বিদেশ যেতে পারলেন না বিএনপি নেতা মনজুর

নিজস্ব প্রতিবেদক

গতরাতে জামালখানের যে ভবনে বিএনপি নেতা মনজুর রহমান থাকেন সেখান থেকে উদ্ধার হওয়া এস আলমের গাড়িটির বিষয়ে জিগ্গাসাবাদের জন্য মন্জুরকে বিদেশ যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকে দেয়া হয়েছে। মঞ্জুর রহমান চৌধুরী কোতোয়ালি থানা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার বিকেলে ওই বিএনপি নেতাকে সৌদি আরবের মদিনাগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এতে আটকে যায় তাঁর বিদেশযাত্রা। তিনি যে ভবনের ফ্ল্যাটে থাকেন, সেটির পার্কিং থেকে গত বুধবার রাতে এস আলমের একটি গাড়ি জব্দ করা হয়।

জনা গেছে,বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে একটি ফ্লাইট করে স্ত্রীসহ মদিনায় যেতে ফ্লাইটে বসে যান মঞ্জুর রহমান চৌধুরী নামের এক যাত্রী। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে তাঁকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তাঁকে ছাড়াই ফ্লাইটটি দেরিতে ৬টা ২২ মিনিটে ছেড়ে যায়।

গতকাল রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করা হয়। গাড়িটির নম্বর চট্ট-মেট্রো ঘ-১১-৫৩৪৪।

বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে।

বহুতল ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন কোতোয়ালি থানার বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। সেখানে জব্দ করা ওই গাড়ি ছাড়াও আরও দুটি গাড়ি ছিল। পুলিশ যাওয়ার আগে এগুলো সরিয়ে ফেলা হয়।

এস আলমের গাড়ি–কাণ্ডে গতারতে তিনি বলেছিলেন, মগাড়িটি আমার বাসার নিচে পার্কিংয়ে কে রেখেছে জানি না। আমি রাখিনি।

এমএ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর