সেই গাড়িটির মালিকের দাবিদার এক কাতার প্রবাসী। নগরের ওয়াসা মোড়ে রেস্তোরাঁর সামনে পড়া থাকা গাড়িটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নগরের মুরাদপুর এলাকার আবদুর রহমান নামের এক কাতার প্রবাসী নিজেকে গাড়িটির মালিক দাবি করেন।
সেই সঙ্গে খুলশী থানা পুলিশের কাছে গাড়িটির কাগজপত্র জমা দিয়েছেন। তিনি দাবি করেন, গত দুদিন ধরে গাড়িটি সেখানে রাখা হয় স্টার্ট হচ্ছিল না বলে। তাই স্থানীয় একজন দারোয়ানকে গাড়িটি দেখতে বলে তারা মিস্ত্রি যোগাড় করতে যান।
পুলিশ গাড়িটি নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় আবদুর রহমান নামের মুরাদপুরের বাসিন্দা থানায় গাড়িটির মালিকানা দাবি করে কাগজপত্র জমা দেন। তিনি কাতার প্রবাসী।
গাড়িটির কাগজপত্র পেয়েছেন খুলশী থানা পুলিশ। এগুলো যাছাই বাছাই করা হবে। পরবর্তীতে সবকিছু আদালতে পাঠানো হবে। আদালতই গাড়িটির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানায় পুলিশ।
এমএ/ জই