হাইকোর্টের রায় অমান্য করে, জেলা প্রশাসন এর উচ্ছেদ অভিজানের পরও অবৈধ ইট ভাটা চলছে।ন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে পাহাড়ের বনজ ও ফলদ গাছ ধ্বংস করে আবারো ‘পরিবেশ ধ্বংসকারী’ ইটভাটা গড়ে তুলেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ রোকন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে উচ্ছেদ করা অবকাঠামোতে ফের ইটভাটা চালু করেছেন আমিন আহমেদ চৌধুরী রোকন।
ইতোমধ্যে হাইকোর্টের রায় অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে টিকে ছিল এই ইটভাটা।
প্রশাসন বার বার জরিমানা করেও তাদের অবাধে পাহাড় কাটা সহ বন ধ্বংস থামাতে পারছিল না। এরই প্রেক্ষিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান উচ্ছেদের জন্য হাইকোর্টের দেওয়া আদেশ অমান্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধের জন্য আইনি নোটিশ পাঠালে জেলা প্রশাসন অবৈধ ইটভাটা উচ্ছেদে চন্দনাইশের কাঞ্চননগরে অভিযানে নামে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, চন্দনাইশে বেশ কিছু দিন আগে ইটভাটা উচ্ছেদ অভিযান চালানো হয়। নতুন করে ওই সব ইটভাটা আবার স্থাপন হচ্ছে শুনেছি। অবৈধ ইটভাটার ব্যাপারে আমরা আবারও অভিযান পরিচালনা করবো।