শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

বন্যার্তদের জন্য একদিনের বেতনের টাকা দিলেন এস এ গ্রুপের সকল কর্মী- কর্মকর্তারা

বন্যার্তদের সহায়তায় এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন।

দেশের শীর্ষ স্হানীয় এ শিল্পগ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে বন্যার্তদের জন্য প্রদান করেছেন।

এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে ১লা সেপ্টেম্বর ফেনীর রাজাপুর বাজার, ফুলগাজী, দৌলতপুর এবং নোয়াখালী জেলার ছোঁয়নি গ্রাম, রাজগঞ্জ ও মাইজদীর প্রত্যন্ত গ্রামের মোট ৫০০ পরিবারের মধ্যে ৭ টন জরুরী খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও বন্যার শুরু থেকেই এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সরকারি ও বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মিরশরাই, ফটিকছড়ি ও খাগড়াছড়িতে ত্রান সহায়তা প্রদান করেন।

প্রেস রিলিজ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর